ধলেশ্বরীতে ভাসছিল পোশাক শ্রমিকের বস্তাবন্দী লাশ
নিহত পোশাক শ্রমিক সাজেদুল ইসলাম (ফাইল ছবি)
নিখোঁজের ৫ দিন পর সাভারের ধলেশ্বরী নদী থেকে সাজেদুল ইসলাম (২১) নামে এক পোশাক শ্রমিকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিলন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাভারের হরিণধরা এলাকার জমজম সিটি সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর নিখোঁজ হয় সাজেদুল।
বিজ্ঞাপন
নিহত সাজেদুল ইসলাম নাটোরের নলডাঙ্গা থানার বাশিলা গ্রামের মন্তাজ আলীর ছেলে। তিনি সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার ইমান আলীর বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন।
গ্রেফতার মিলনের বিস্তারিত পরিচয় জানা যায় নি। তবে নিহত সাজেদুলের সঙ্গে একই কারখানায় কাজ করতো বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচদিন আগে (২৮ ডিসেম্বর) সাজেদুল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শুক্রবার (১ জানুয়ারি) সাভার মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করে নিহতের পরিবার। এ মামলায় আসামি করা হয়- মিলন (২২), শাওন (২২), মো. ইমন (২৩)। পুলিশ অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ওই এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
সাভার ট্যানারি ফাঁড়ির ইন্সপেক্টর জাহিদ হাসান বলেন, নিজেদের মধ্যে বিবাদের কারণে তিন বন্ধু মিলে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এসপি