মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের
নোয়াখালীর বেগমগঞ্জে মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জুল্যাহ (৩৫) ও মোহাম্মদ হোসেন লিটন (৪০) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে বেগমগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের দারুস সালাম জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. সোহেল ঢাকা পোস্টকে বলেন, সকালে দারুস সালাম জামে মসজিদের দ্বিতীয় তলায় নির্মাণ কাজের জন্য রড কাটছিলেন শ্রমিকেরা। এ সময় রডে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে ফয়জুল্যাহ মারা যান, আহত হন লিটন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। তারা উভয়ই মহব্বতপুর গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মসজিদের দ্বিতীয় তলার ছাদের রড বাঁধাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তারের সঙ্গে রড লেগে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা সরকারি হাসাপতাল মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/আরএআর