পঞ্চগড়ে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, আটক ৪
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ফলে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। এ সময় ৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা সমন্বয়ক ফজলে রাব্বির নেতৃত্বে তেঁতুলিয়া রোডের সদর হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের করা হয়। কিন্তু পুলিশের বাধার কারণে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করেন।
বিজ্ঞাপন
সমাবেশে ফজলে রাব্বি বলেন, ছাত্ররা দেশের জন্য বহুবার রক্ত দিয়েছে। তাই ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত যতই বাধা আসুক আন্দোলন চলবেই।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে কোনো নাশকতায় সংশ্লিষ্টতা না পেলে ছেড়ে দেওয়া হবে।
বিজ্ঞাপন
এসকে দোয়েল/আরএআর