বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাজবাড়ী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলন, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।

এসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সদ্য সাবেক সভাপতি রাজবাড়ী সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আ. রহিম সুমন, বর্তমান জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আ. রহমান সোহান, জেলা কমিটির সহ-সভাপতি আবু রায়হান গেফারি উপস্থিত ছিলেন। 

আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির প্রশিক্ষণ সম্পাদক আবুজর ইসলাম সোহেল, রাজবাড়ী সরকারি কলেজ শাখার আহ্বায়ক মুহাম্মাদ আ. আলিম, আবু মুসা আশয়ারী, মুহাম্মাদ সিয়াম মাহমুদসহ রাজবাড়ী সদর থানার সদস্যরা।

মীর সামসুজ্জামান সৌরভ/পিএইচ