ট্রাক্টরের ধাক্কায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় বাবুল করিম (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) দিবাগত গভীর রাতে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল করিম পাঁচবিবি উপজেলার আয়মারসূলপুর জামালপুর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের শ্যালক আবদুর রহমান (২৬) অক্ষত রয়েছেন।
বিজ্ঞাপন
আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল আলম বলেন, নিহত বাবুল করিম জয়পুরহাট শহরের পূর্ব বাজারে কাপড়ের ব্যবসা করতেন। ঈদের বাজারে অনেক রাত পর্যন্ত বেচাকেনা করে শ্যালক আব্দুর রহমানকে নিয়ে মোটরসাইকেলযোগে রাত ৩টার দিকে বাড়িতে আসছিলেন।
পাঁচবিবির বটতলী এলাকায় এলে বাঁ পাশে দাঁড়ানো একটি ট্রাক্টরকে পাশ দিয়ে গিয়ে সামনে থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে বাবুল করিম নিচে পড়ে গেলে তাকে পিষিয়ে দিয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার শ্যালকের তেমন কোনো ক্ষতি হয়নি।
বিজ্ঞাপন
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চম্পক কুমার/এনএ