নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৭ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এবং আহত সবাই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। এর মধ্যে নিহতরা হলেন, কোম্পানিটির কর্মকর্তা মোজাম্মেল হোসেন (৪৬), শাখাওয়াত হোসেন (৪০) ও গাড়িচালক তারেক হোসেন (৩৫)। এ ছাড়া আহত হয়েছেন তারেক হোসেনের স্ত্রী।
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি কুমিল্লার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জাহাঙ্গীর আলম। তিনি গণমাধ্যমকে বলেন, গাড়ির ভেতরে চালক ও তার স্ত্রী এবং কোম্পানির দুজন স্টাফ ছিলেন। তারা কোম্পানির কাজে কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার দুপুরে ঢাকার দিক থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন একজন। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরিফ আজগর/এএমকে