চাকরিতে নারী-পুরুষ বৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে ঢাকার সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে মহাসড়কে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা। এতে মহাসড়কের উভয় পাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় ডিইপিজেডের সামনে শতাধিক চাকরিপ্রত্যাশীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

চাকরিপ্রত্যাশীরা জানান, আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা এসেছি। আমরা বারবারই ডিইপিজেডে চাকরির জন্য আসি। মেয়েদের চাকরিতে নেওয়া হয়। কিন্তু পুরুষদের চাকরিতে নেওয়া হয় না। ১৮ থেকে ৪৫ বছরের সবাইকে যোগ্যতা অনুসারে চাকরি দিতে হবে বলে দাবি তোলেন তারা।

এ সময় আন্দোলনকারীরা আরও বলেন, সকাল থেকেই আমরা কয়েকশ চাকরিপ্রত্যাশী এসে জড়ো হয়েছি। আমরা এখানে কারো কোনো ক্ষতি করতে আসি নাই বলে জানান তারা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, চাকরিপ্রত্যাশীরা জড়ো হয়ে চাকরির দাবিতে ডিইপিজেডের সামনে আন্দোলন করেছে। আমরা তাদের বুঝিয়েছি, সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ ঢাকা পোস্টকে বলেন, ইপিজেডে যোগ্যতার ভিত্তিতে শ্রমিক নেওয়া হয়। সেখানে নারী-পুরুষের ভেদাভেদ করা হয় না। কোনো প্রতিষ্ঠানে যেমন গার্মেন্টসে হয়তো নারী শ্রমিক বেশি দরকার। তাই সেখানে নারী শ্রমিক কিছুটা বেশি নেওয়া হয় বলে জানান তিনি।

লোটন আচার্য্য/এএমকে