করোনাভাইরাসে রাজশাহী বিভাগে প্রাণহানি ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন বগুড়ার, একজন পাবনার এবং একজন নওগাঁর।

রোববার (০৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার।

তিনি বলেন, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৫১১ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের। নতুন করে ৪৪ জনের করোনা ধরা পড়েছে পাবনায়। রাজশাহীতে ২২, বগুড়ায় ১৪, সিরাজগঞ্জে পাঁচ, চাঁপাইনবাবগঞ্জে পাঁচ, জয়পুরহাটে তিন, নাটোরে দুই এবং নওগাঁয় একজনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে যে ৫০০ জন মারা গেছেন, তার ৩০০ জন বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ৭৪, নওগাঁয় ৩৫, সিরাজগঞ্জে ২৩, চাঁপাইনবাবগঞ্জে ২০, পাবনায় ১৯, নাটোরে ১৮ এবং জয়পুরহাটে ১১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ২৯ হাজার ৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৪ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৬৭২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ছয়জন।

ফেরদৌস সিদ্দিকী/এএম