চিরিরবন্দরে ট্রাকচাপায় ট্রাক্টরের হেলপার নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় এরশাদ আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ট্রাক্টরচালকের সহযোগী ছিলেন।

সোমবার (১০ মে) সকাল সাড়ে ৬টায় উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রানীরবন্দর কলেজ মোড়ে গাছবোঝাই একটি ট্রাক্টরকে পেছন থেকে কৃষিপণ্যবাহী ট্রাক ধাক্কায় দেয়। এতে ট্রাক্টরের হেলপার এরশাদ আলী নিহত হন। এরশাদ দিনাজপুরের কাহারোল উপজেলার তের মাইল গড়েয়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ট্রাক্টরচালক আহত হয়েছেন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সুব্রত কুমার সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ট্রাকের সামনের অংশটি দুমড়েমুচড়ে গেছে।

ফরহাদুজ্জামান ফারুক/এএম