যাত্রীদের চাপে ফেরির পন্টুনেই শিশুর মৃত্যু
শিমুলিয়া-বাংলাবাজার রুটের রোরো ফেরি শাহপরাণে যাত্রীদের চাপে আনছার মাদবর (১২) নামে এক শিশুর মৃত্যু। বুধবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আনছার মাদবরের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
ঘাট সূত্রে জানা গেছে, তিন নম্বর ফেরিঘাটে শাহপরাণ নামে রোরো ফেরিটি ভিড়লে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। এ সময় যাত্রীদের চাপে শিশু আনছার মাদবর অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ছেলেটি ফেরি থেকে নামার সময় যাত্রীদের ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা গেছে।
বিজ্ঞাপন
নাজমুল মোড়ল/আরএআর