কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব, সদস্যসচিব জাকির
কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
নবগঠিত কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন পৌর বিএনপির সাবেক সভাপতি ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।
রাজু আহমেদ/এমএ