কাঁচা কলার হালি ৭০ টাকা
পটুয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির অজুহাতে বেড়েছে কাঁচা কলার দাম
পটুয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির অজুহাতে বেড়েছে কাঁচা কলার দাম। হালি ৭০ টাকা বিক্রি করছেন বিক্রেতারা।
বিক্রেতাদের দাবি, ডায়রিয়ার প্রকোপ বাড়ায় চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় বাজারে কাঁচা কলা কম। আমদানিও কমেছে।
বিজ্ঞাপন
শহরের নিউ মার্কেট, নতুন বাজার, পুরান বাজার বাধঘাট ঘুরে দেখা যায়, কাঁচা কলার হালি ৭০ টাকা, বিচি কলার হালি ৫০ টাকা। তবে পাকা কলার হালি ৪০ টাকা।
সদর রোডের বাসিন্দা নিপা চৌধুরী বলেন, ছোট ছেলের পেটে সমস্যা হওয়ায় কাঁচা কলা কিনতে এলাম। পুরান ও নতুন বাজারে পেলাম না। দোকানিরা বললেন কলা শেষ। অন্য বাজারে যান। নিউ মার্কেটে এসে দুই দোকানে পেলাম। হালি ৮০ টাকা চাইলেন। পরে ৭০ টাকায় কিনেছি।
বিজ্ঞাপন
নিউ মার্কেট এলাকার কলা বিক্রেতা মো. মোশাররফ বলেন, বাজারে কাঁচা কলা নেই বললেই চলে। ডায়রিয়ার প্রকোপ বাড়ায় চাহিদা বেড়েছে। আমদানি কম। বেশি দামে কিনতে হয়। তাই বেশি দামে বিক্রি করি। ৭০ টাকার নিচে হালি বিক্রি করা যায় না।
পটুয়াখালী কৃষি বিপণন অধিদফতরের বিপণন কর্মকর্তা মো. কারিমুল ইসলাম বলেন, ডায়রিয়ার প্রকোপ বাড়ায় কাঁচা কলার দাম বেড়েছে। এ বিষয়ে আমরা পদক্ষেপ নেব।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, ডায়রিয়ার প্রকোপ কমে আসতে শুরু করেছে। এ পর্যন্ত ডায়রিয়ায় জেলায় নয়জনের মৃত্যু হয়েছে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এএম