সরকারি নির্দেশনা অমান্য করে হোটেল খোলা রেখে পর্যটক রাখায় রাঙামাটি শহরের দোয়েল চত্বরে অবস্থিত হোটেল প্রিন্স এবং সেখানে অবস্থান করা ১৮ পর্যটককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, ১ এপ্রিল থেকে রাঙামাটির পর্যটন স্পটগুলো বন্ধসহ পর্যটকের আনাগোনা নিষিদ্ধ করে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকটি হোটেল পর্যটক রাখছে এমন অভিযোগের ভিত্তিতে রোববার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে শহরের বেশ কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় হোটেল প্রিন্সে ১৮ জন এবং অপর আরেকটি হোটেলে স্থানীয় ঠিকাদার অবস্থান করায় হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। হোটেল প্রিন্সে অবস্থান করা ১৮ জনকে ২০০ টাকা করে ৩৬০০ টাকা এবং হোটেল প্রিন্সকে ২০০০ টাকা জরিমানা ও সতর্ক করা হয়। এ ছাড়া মোটরযান আইনে তিনজনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রাহমান জানান, সরকারি নির্দেশনা মোতাবেক পর্যটক স্পটগুলোর পাশাপাশি পর্যটক আসা নিষিদ্ধ করা হয়েছে। কিছু পর্যটক চট্টগ্রাম থেকে এসেছে। যদিও আইন অনুযায়ী আন্তঃজেলা পরিবহন বন্ধ রয়েছে, কিন্তু পর্যটকরা বিভিন্ন মাধ্যম হয়ে রাঙামাটি এসেছে। আমরা সর্তকতা হিসেবে নামে মাত্র জরিমানা করেছি। কেউ সরকারি আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি।

টগর রাজ মিশু মল্লিক/এসপি