কুড়িগ্রামে ভূমি অফিসে চুরি ও আগুন, গ্রেপ্তার ২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন- বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মৃত নুর ইসলামের ছেলে বাবু মিয়া।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, রোববার ভোর রাতে গ্রেপ্তার দুইজন বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে। এ সময় তারা অফিসের ভেতরে আগুন লাগিয়ে দেয়। এতে রেজিস্ট্রার বইসহ বেশকিছু নামজারি নথি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুপুরে দুইজনকে গ্রেপ্তার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভোরে খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে চুরি যাওয়া পানির পাম্প উদ্ধার করা হয়। পরে তাদের নামে মামলা দেওয়া হয়।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদ জানান, আগুন দেওয়ার ফলে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মো. জুয়েল রানা/এমজে