ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জয়
অ্যাড. আব্দুল হালিম ও অ্যাড. ইন্তাজুল হক
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয় লাভ করেছেন। আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ৫টি পদে জয়ী হয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আনিসুর রহমান খান মিলন এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থিত প্রার্থী অ্যাড. আব্দুল হালিম ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. তোজাম্মেল হক ৯৫ ভোট পেয়ে পরাজিত হন।
বিজ্ঞাপন
জানা যায়, ২০২১-২০২২ সালের কার্যকরী কমিটির নির্বাচনে ২০৫ জন ভোটারের মধ্যে ১৯৪ জন ভোট দেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির ভবনে এক টানা ভোটগ্রহণ হয়। ১২ পদের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয় লাভ করেছেন। আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা ৫টি পদে জয়ী হয়েছেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থী অ্যাড. ইন্তাজুল হক ১০০ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রার্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. ইমরান হোসেন চৌধুরী ৯২ ভোট পেয়ে পরাজিত হন।
বিজ্ঞাপন
সহ-সভাপতির দুইটি পদের জন্য ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থী অ্যাড. রফিজ উদ্দীন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. হাবিবা ইয়াসমিন ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. আনোয়ার হোসেন ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. ইউনুস আলী ৭৮ ভোট পেয়ে পরাজিত হন।
গ্রন্থাগার সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. লাইজুল ইসলাম ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন ও তার নিকটতম প্রার্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. নবরত্র সিনহা ৯২ ভোট পেয়ে পরাজিত হন।
কোষাধ্যক্ষ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. আবু দাউদ মানিক ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন ও তার নিকটতম প্রার্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. আখতারুজ্জামান ৭৪ ভোট পেয়ে পরাজিত হন।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. কামাল হোসেন ১০৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রার্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. আবু হাসান ৮৮ ভোট পেয়ে পরাজিত হন।
কার্যকরী সদস্যের ৪টি পদের জন্য ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. তৈমুর রহমান (১০০ ভোট), বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আবু তৈয়ব মো. নাজমুল হুদা (১০৩ ভোট), অ্যাড. আশিকুর রহমান (১২১ ভোট) ও ললিত কুমার রায় (৮৭ ভোট) পেয়ে নির্বাচিত হন।
নাহিদ রেজা/এসপি