বরিশালে জর্দার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বরিশাল নগরীর বাজার রোডের কাপুরিয়া পট্টির একটি জর্দার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রোববার (১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, খবর পেয়ে আমরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
তিনি আরও বলেন, বিকেল সোয়া ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনের ভয়াবহতা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হয়। পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ