রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি বলেছেন, দুর্নীতি দূর করতে সবার আগে প্রয়োজন রাজনীতি পরিচ্ছন্ন হওয়া, না হলে দুর্নীতি দূর করা সম্ভব নয়। নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা, তোষামোদি চরিত্র পরিহার করা, সম্পদের সুষম বণ্টন, স্বজনপ্রীতি কমানোর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করলে দুর্নীতি দূর করা যাবে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রংপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের উদ্যোগে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রংপুর-এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিপিএম, দুদকের রংপুর বিভাগীয় পরিচালক মো. তালেবুর রহমান, রংপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি রংপুর সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য।

বিশেষ অতিথিরা বলেন, বৈষম্য দূর করতে পারলে দুর্নীতি এমনিতেই চলে যাবে বলে তাই তরুণ প্রজন্মকে বৈষম্য দূর করতে সজাগ থাকতে হবে, দুর্নীতিরোধে নৈতিকতার চর্চা বাড়াতে হবে, অফিস প্রধানদের দুর্নীতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে হবে, স্বজনপ্রীতি দূর করতে হবে। মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের প্রকৃত চেতনার আলোকে এ দেশের সাধারণ মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তাসহ একটি বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, জবাবদিহিমূলক, সুশাসিত, দুর্নীতিমুক্ত, মানবাধিকার-ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে উদ্যোগী হতে হবে।

সভাপতির বক্তব্যে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, দুর্নীতি উন্নয়নে প্রধান বাঁধা শুধু নয় বরং বর্তমানে দুর্নীতির কারণে রাষ্ট্র পরিচালনা জন্য বড় বাঁধা। তিনি সেবাখাতে দুর্নীতি প্রতিরোধে সেবা নিতে গিয়ে যেখানেই অতিরিক্ত বা অনৈতিক অর্থ দাবি করবে সেখানেই নাগরিকদের তা চ্যালেঞ্জ করার আহ্বান ব্যক্ত করেন এবং সরকারি কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের নীতিবহির্ভূত যেকোনো নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাধ্যমে দুর্নীতিকে রুখে দেওয়া ও স্ব-স্ব অবস্থানে সততার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

এর আগে সভায় স্বাগত বক্তব্যে দুদকের রংপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। এ ছাড়াও চারজন তরুণ শিক্ষার্থী তাদের বক্তব্যে বলেন, অর্থের দুর্নীতির পাশাপাশি সময়মতো সব কাজ না করা ও সময়ানুবর্তী মেনে না চলাও দুর্নীতির সামিল, স্বচ্ছতার ঘাটতিও দুর্নীতি। তাই এগুলো দূর করে আগামীর বাংলাদেশে সব ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ নিশ্চিত করতে হবে।

এদিকে সকালে উদ্বোধনের পর টাউন হল-সংলগ্ন প্রধান সড়কের পাশে দুর্নীতিবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। আলোচনা সভা ও মানববন্ধনে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক, সনাক, দুপ্রক রংপুরের সদস্যবৃন্দ, দুদক, টিআইবি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে