নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, ৩ যাত্রী নিহত
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া রামনগর এলাকার অতুল চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস (৩৫), একই উপজেলার শিবানীপুর এলাকার বাসিন্দা বাসের সহযোগী (হেলপার) মো. মোস্তফা (৩৭), এবং মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত মদন মিয়ার ছেলে নাছির মিয়া (৪০)।
আহতদের নামপরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, চট্টগ্রামে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়েমুছড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত সাত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরিফ আজগর/এএমকে