সাতক্ষীরা সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) বিকেল ৪টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একজন এবং বজ্রপাতে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন ধুলিহর ইউনিয়নের আছানডাঙ্গা গ্রামের মল্লুক কবিরাজ (৭০) এবং ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহ্পুর গ্রামের মেঘা বারুইয়ের ছেলে নিরাপদ বারুই (৫০)।

ধুলিহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবু সানা জানান, বিকেল ৪টার দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে বিলের ভেতর থেকে গরু আনতে যান মল্লুক কবিরাজ। ফিরে আসার সময় বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে তার গায়ের ওপর পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানবে, তার আগেই প্রাণ গেল তার! ঘটনাটি খুব দুঃখজনক।

ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামসুর রহমান বলেন, বিলের মধ্যে গরু আনতে গেলে ঝড়, বজ্রপাত ও প্রচুর বৃষ্টি শুরু হয়। এ সময় বিলের মধ্যে একটি ছোট টং ঘরে তিনজন আশ্রয় নেন। সেখানে বজ্রপাতে নিরাপদ বারুই মারা যান। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে পারে ২৬ মে। তার আগে থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ করছি। টানা কয়েক দিন প্রচণ্ড গরমের পর ঝড়-বৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি কেউ থানাতে জানায়নি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বিকেলের দিকে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। তবে এটিকে ইয়াস ঝড়ের প্রভাব বলা যাবে না।

আকরামুল ইসলাম/এনএ