নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিতে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নামার বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের প্রায় ৪০ হাজার মানুষ নিয়ে নিঝুমদ্বীপ ইউনিয়ন গঠিত। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। অথচ স্থানীয়দের মৌলিক অধিকার চিকিৎসা সেবা ও পর্যটকদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য কোনো হাসপাতাল নেই। অধিকাংশ মানুষ জেলে পেশায় জীবিকা নির্বাহ করায় চিকিৎসার জন্য উন্নত স্থানে যাওয়া কষ্টসাধ্য ও ব্যয়বহুল। তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সহজীকরণে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে। আমরা সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুদৃষ্টি কামনা করছি। 

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, জেলা শহর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব বেশি হওয়ায় কারণে নিঝুমদ্বীপ ইউনিয়নের গ্রাম অঞ্চলের গরিব, অসহায়, দুস্থ এবং গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। নদী পথে রোগী নিয়ে যাতায়াতের সময় মৃত্যু হয় অথচ আমাদের একটা হাসপাতাল নেই। তাই ইউনিয়নের মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে একটি ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল জরুরি হয়ে পড়েছে।

মানববন্ধনে নামাজ বাজারের সভাপতি  আবুল কালাম আজাদ বলেন, আমরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আমাদের মানুষেরা গরিব এবং অসহায়। আমরাই সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছি প্রতি নিয়ত। সব থেকে বেশি বঞ্চিত হচ্ছে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা। তারা বাড়ি থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারে না। গভীর রাতে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের সমস্যা দেখা দিলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে। চোখের সামনে রোগী মারা যায় কিন্তু আমরা অসহায়। তাই যদি ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করা হয় এ অঞ্চলের গরীব অসহায় মানুষ গুলো খুব উপকৃত হবেন।

হাসিব আল আমিন/এমএসএ