এসআরপিএল ৭ম আসরের চ্যাম্পিয়ন শাহী অ্যাভেঞ্জারস
শাহী রেডব্যাকস প্রিমিয়ার লিগের (এসআরপিএল) ৭ম আসরের চ্যাম্পিয়ন হয়েছে শাহী অ্যাভেঞ্জারস। ফাইনালে শাহী স্প্যার্টানসকে ৬ রানের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে রিপন-আপনরা।
নারায়ণগঞ্জ কুতুবপুর ইউনিয়নের পূর্ব শাহী মহল্লার একঝাঁক কিশোর, তরুণ ও যুবকদের নিয়ে গঠিত ক্রীড়া সংগঠন ‘শাহী রেডব্যাকস’। প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছিল এলাকার ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্ট শাহী রেডব্যাকস প্রিমিয়ার লিগ।
বিজ্ঞাপন
এবারের আসরে ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো- শাহী ফাইটারস, শাহী স্টারস, শাহী টাইট্যান্স, শাহী লিজেন্ডস, শাহী স্ট্রাইকার্স, শাহী স্পার্টানস, শাহী গ্ল্যাডিয়েটরস, শাহী লিজেন্ডস।
বিজ্ঞাপন
প্রত্যেক দলে ১১ জন করে মোট ৮৮ জন ক্রিকেটার অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে।
প্রতিবছর দুই দিনের এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে মিলনমেলায় পরিণত হয় পূর্ব শাহী মহল্লা। কিশোর থেকে যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই আয়োজনে।
চলতি বছরও তার ব্যত্যয় ঘটেনি। এসআরপিএল-কে কেন্দ্র করে এলাকার যুবসমাজ একত্রিত হয়েছিল। গত ৯ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নেমেছে ১০ জানুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে। যেখানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শাহী অ্যাভেঞ্জারস।
এদিন আগে ব্যাটিং করে নির্ধারিত ৮ ওভারের খেলা শেষে শাহী স্প্যার্টানসকে ৩৮ রানের টার্গেট ছুঁড়ে দেয় শাহী অ্যাভেঞ্জারস। জবাবে ৩১ রানে থামে স্প্যার্টানসের ইনিংস।
পুরো আসরেই অপরাজিত থেকেছে শাহী অ্যাভেঞ্জারস। টুর্নামেন্টের যোগ্য দল হিসেবেই ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। অন্যদিকে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শাহী স্পার্টানসের অধিনায়ক লিমন।
এসআরপিএল ৭ম আসরের স্পন্সারের ভূমিকায় ছিল পাটোয়ারী জেনারেল স্টোর, হাসান ফার্নিচার মার্ট, মিয়া সাহেবের বাজার, সানকি খাবার ঘর, রবিউল সাইকেল হাউজ, শামসুল হক স্মৃতি সংসদ, ট্রাভেল টেক বিডি, ম্যান সিটি, সোনার বাংলা এন্টারপ্রাইজ, শামীম স্টোর।
এ বিষয়ে এসআরপিএল-এর অন্যতম আয়োজক দ্বীন ইসলাম বলেন, ‘এবারের আয়োজনের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল, পুরো টুর্নামেন্ট রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা। শুরু থেকেই আমরা সকলে ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের একতাই এত সুন্দর একটি আয়োজন উপহার দিতে পেরেছে। আমি আমার এলাকার অনুজ থেকে শুরু করে শ্রদ্ধেয় বড় ভাই, স্থানীয়দের ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি স্পন্সারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাদের পাশে থাকার জন্য।’
টুর্নামেন্টের আরেক পৃষ্ঠপোষক ও শাহী গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক ইমতিয়াজ সরকার বলেন, ‘একটা সময়ে নিয়মিত খেলাধুলার সুযোগ থাকলেও এখন সবারই কমবেশি কর্মজীবনের ব্যস্ততায় সেভাবে খেলার সুযোগ হয় না। তাই প্রতি বছর অন্তত এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে দুইদিন আমরা সবাই মিলে সেই দূড়ন্ত শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করি। কিছু দূর্দান্ত সময় কাটাই। এটাই আমাদের আনন্দ।’
শাহী স্টারসের অধিনায়ক ও সাংবাদিক নাঈম হাসান বলেন, ‘এসআরপিএল মানেই আমাদের মিলনমেলা। একটা ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার বড়-ছোট সকলে একত্রিত হই। এবারের কথাই ধরুণ, স্থানীয় কয়েকজন তরুণ প্রবাস থেকে চলে এসেছে শুধুমাত্র এই আয়োজনে অংশ নেওয়ার জন্য। প্রতিবারই এমন চিত্র দেখা যায়। এলাকার যত বড় ভাইয়েরা, কর্মজীবনে ঢাকার বাইরে ছড়িয়ে-ছিটিয়ে আছেন, ব্যস্ত থাকছেন তারাও এই টুর্নামেন্টের আগে এলাকায় চলে আসেন। সবাই মিলেমিশে একসঙ্গে দুইটি দিন উপভোগ করেন।’
এনএইচ