পিকআপ ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেল

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা অংশে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৪ মে) রাতে ৯টার দিকে জোয়ারিয়ানালার বিকেএসপির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার আশেক আহমদের ছেলে জবাইদ (২৭) ও আব্দুর রশিদের ছেলে রিদওয়ান (৩০)।

বিষয়টি নিশ্চিত করে রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহ আব্দুর রহমমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মরদেহ আনা হয়। তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ আপাতত মর্গে রয়েছে।

এমএসআর