বঙ্গবন্ধু সেতুর ওপর দুই পিকআ‌পভ্যানের সংঘ‌র্ষের ঘটনার জের ধরে মহাসড়‌কের প্রায় ১৫ কি‌লো‌মিটার এলাকায় থে‌মে থে‌মে যানবাহন চলছে। মঙ্গলবার (২৫ মে) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়‌কের কা‌লিহাতীর পুং‌লি এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বঙ্গবন্ধু সেতু সড়ক ব্যবহারকারীরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে সেতুর ৩৬ নম্বর পিলারের কাছে ঢাকামু‌খী একটি পিকআপভ্যান আরেকটি পিকআপভ্যান‌কে ধাক্কা দেয়। পরে আরেকটি ট্রাক এসে পিকআপভ্যান দুটিকে ধাক্কা দেয়। এতে সেতুর ওপর যানজটের সৃষ্টি হয়। 

পরে যানজট নিরসনে মধ্য রাত থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে সেতু থেকে মহাসড়কের পৌলি পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা যা‌চ্ছে।

অভিজিৎ ঘোষ/এসপি