বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : শরীয়তপুরের যুবলীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সঙ্গে যুবলীগ নেতা ওয়াসিম সরদার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় ওয়াসিম সরদার নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) শরীয়তপুরের পালং মডেল থানা পুলিশের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ওয়াসিম সরদার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি ওয়াসিম সরদার। তাকে পালং থানা এলাকা থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের মাধ্যমে শাহবাগ থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ওয়াসিম সরদারের নামে ঢাকার শাহবাগ ও সিলেটের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। ওয়াসিম সরদার শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাকের অনুসারী।
সাইফ রুদাদ/এমজেইউ