শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা
নবগঠিত কমিটি নিয়ে সৃষ্ট উত্তেজনা ও সংঘর্ষের জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল আলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে ১৯ জানুয়ারি ৪৩ সদস্যবিশিষ্ট শ্যামনগর উপজেলা ও ৩৩ সদস্যবিশিষ্ট পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতা-কর্মীদের অসন্তোষ দেখা দেয়। সোমবার (২০ জানুয়ারি) বিক্ষোভ মিছিল থেকে নতুন কমিটির নেতাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হন।
বিজ্ঞাপন
জেলা বিএনপি জানিয়েছে, দ্রুত নতুন কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালু করা হবে।
ইব্রাহিম খলিল/এমজেইউ