আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, মিডিয়াতে যে লড়াইটা আমি করছি সেটা আপনাদের জন্যই করছি। আমি মিডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করছি। এখানে নতুন করে বলার কিছুই নেই। দাউদকান্দির সন্তান হিসেবে আপনারা আমাকে পাশে পাবেন এবং আপনারা নিশ্চই আমার পাশে থাকবেন। আমি বাংলাদেশের স্বাধীনতা ও মিডিয়ার স্বাধীনতার জন্য যে লড়াইটা করছি সেটা যেন করে যেতে পারি, আপনারা দোয়া করবেন। আপনাদেরকে সাথে নিয়ে যেন এই লড়াইটা করতে পারি। লড়াইটা যেন চালিয়ে যেতে পারি।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আমার দেশ পাঠক মেলার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মাহমুদুর রহমান বলেন, আমি এখানে আমার বাবার কবর জিয়ারত করতে এসেছি। আমার মা দীর্ঘদিন আপনাদের এলাকায় শিক্ষকতা করেছেন। হাসানপুর কলেজে উনার অনেক ছাত্র-ছাত্রী আছে। সেই খাতিরে দাউদকান্দি আমার নিজের জায়গা। স্বল্প সময়ের মধ্যেই আপনারা যে আয়োজন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাঠকমেলা দাউদকান্দি উপজেলার কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন আমার জন্য।

পাঠক মেলার সভা শেষে দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে নিজ গ্রামের বাড়ি ভাউরিয়ায় বাবা, দাদা ও দাদির কবর জিয়ারত করেন তিনি। দাউদকান্দি এলাকায় প্রবেশ করার সময় তাকে শতাধিক মোটরসাইকেল নিয়ে স্বাগত জানান স্থানীয়রা।

এ সময় আমার দেশের পরিচালক সাকিল আহমেদ, আমার দেশের সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান, প্রফেসর আব্দুর রশিদ, আমার দেশের কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসানসহ জেলায় কর্মরত অন্যরা উপস্থিত ছিলেন।

আরিফ আজগর/আরএআর