ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের ছোয়াখালী ব্রিজ জোয়ারে তলিয়ে গেছে। এতে প্রায় ১৫ হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (২৬ মে) বেলা ১১টায় অস্বাভাবিক জোয়ারের প্রভাবে ব্রিজটি তলিয়ে যায়। 

নিঝুম দ্বীপ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দিনাজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নে কোনো বেড়িবাঁধ নেই। ব্রিজটি অনেক দিন আগে ভেঙে গেছে। একটা পাটাতন দিয়ে মানুষ যাতায়াত করত। গতকাল সকালে জোয়ারে সেই পাটাতন নদীতে ভেসে গেছে। আজ বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের ফলে ব্রিজটি তলিয়ে গেছে।

তিনি আরো বলেন, ব্রিজটি ব্যবহার করেন নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রায় ১৫ হাজার বাসিন্দা। ব্রিজটি তলিয়ে যাওয়ায় এলাকার মানুষজন অসুবিধার মধ্যে পড়েছে।  

হাতিয়া উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবরটি পেয়েছি। আমি এমপি মহোদয়কে বিষয়টি জানিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুত ব্রিজটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা মেঘনা নদী বেষ্টিত। যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগ এ দ্বীপটির ওপর আঘাত হানে।

হাসিব আল আমিন/এমএএস