ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে ডুবে বাগেরহাটের মোরেলগঞ্জে জিনিয়া আক্তার নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জিনিয়া আক্তার চালিতাবুনিয়া গ্রামের কালাম গাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানি সকাল থেকেই বাড়তে থাকে। দুপুরের দিকে পানি আরও বেড়ে বাড়ির মধ্যে পানি উঠে যায়। এ সময় কালাম গাজী ও তার স্ত্রী লিজা বেগম জিনিয়াকে ঘরে রেখে গরু বাঁচানোর জন্য ছুটে যান।

কিছুক্ষণ পর ঘরে ফিরে তারা জিনিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে ঘরের পাশে পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন মুফতি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খাউলিয়া ইউনয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, জোয়ারের পানিতে ঘর ছুঁইছুঁই পানি উঠে যায়। এ সময় শিশুটির বাবা-মা বাইরে থাকার সুযোগে সে পানি দেখতে বাইরে আসে। পরে অতিরিক্ত পানির কারণে পানিতে ডুবে সে মারা যায় বলে ধারণা করছি।

তানজীম আহমেদ/এনএ