জামালপুরের মাদারগঞ্জে শতাধিক সমবায় সমিতির নামে আত্মসাৎ করা প্রায় দুই হাজার কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকারী কয়েক হাজার ভুক্তভোগী সমবেত হয়ে বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ আমানতকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। 

আমানতকারী চরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম রতন বলেন, ভিক্ষুক থেকে শুরু করে প্রবাসী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, ছাত্র-শিক্ষক, গৃহিণী, স্কুল-মাদরাসা-মসজিদের তহবিলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের সর্বস্ব অর্থ এসব সমবায় সমিতিতে আমানত হিসেবে রাখেন। শুরুর দিকে কিছু মুনাফা দিলেও গেল কয়েক বছর ধরে কোনো কিছুই দিচ্ছে না, বার বার আমানতের টাকা ফেরত চাইলেও টালবাহানা করছে। অনেকেই টাকা না পেয়ে আত্মহত্যা করেছে, অনেক নারীর সংসার ভেঙে গেছে, ডিভোর্স হয়েছে, সমবায় সমিতিতে টাকা জমা থাকলেও অর্থাভাবে অনেক মানুষ চিকিৎসা করাতে পারছে না।

আমানতকৃত অর্থ উদ্ধারের সহায়ক কমিটির আহ্বায়ক শিপলুল বারী বলেন, আগামী সাত দিনের মধ্যে যদি সমিতির মালিকপক্ষকে গ্রেপ্তার এবং গ্রাহকদের মুখোমুখি না করা হয়, তাহলে সাত দিন পর ইউএনও সাহেব আপনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। আপনি জনতার আন্দোলন দেখেন নাই। জনতার বেদনা বুঝেন নাই। জনতার সমস্যা কীভাবে সমাধান করতে হয় তার চিন্তা করেন নাই।

তিনি আরও বলেন, টানা ৫-৬ ঘণ্টা ধরে প্রতারিত আমানতকারীরা ইউএনও অফিসের সামনে অভুক্ত অবস্থায় অবস্থান করলেও তাদেরকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। এই যে তাদের কষ্ট, এই কষ্ট যদি উপলদ্ধি করতে না পারেন, আপনাকে আর সম্মান করার জায়গা থাকবে না।

আমানতকারী শফিকুল ইসলাম বলেন,  সমবায় সমিতিতে নিজের আমানতকৃত অর্থ ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হলেও রহস্যজনক কারণে কোনো সহায়তা করছে না, উল্টো অর্থ আত্মসাৎ করা সমবায় সমিতির পক্ষেই কাজ করছে তারা। যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাদের অর্থ ফেরতে সহায়তা না করবে ততক্ষণ পর্যন্ত তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখা হবে। 

এ সময় মাদারগঞ্জের বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকারী সোনা মিয়া, দিদারুল আলম মিন্টুসহ আরও অনেকে বক্তব্য দেন। পরে সমবায় সমিতির মালিক পক্ষকে ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন বিক্ষোভকারীরা।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ বলেন, আমি অফিসিয়াল প্রোগ্রামে জামালপুরে ছিলাম। তাছাড়া এটা দেখার দায়িত্ব সমবায় অফিসের, তারা বিষয়টা দেখবে। 

মুত্তাছিম বিল্লা/আরএআর