খাগড়াছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব বিকাশ ত্রিপুরা
খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ মাইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন হতদরিদ্র বিকাশ ত্রিপুরা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রান্নার কাজে চুলায় আগুন জ্বালানো হলে হঠাৎ বাতাসের তীব্রতায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে, ফলে ঘরে থাকা কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী অজয় ত্রিপুরা ও অমর বিকাশ ত্রিপুরা বলেন, আমি বাজার থেকে ফেরার সময় দেখি আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। কেউ কিছু করার সুযোগই পায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নির্মল ত্রিপুরা বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত পরিবারের পাঁচ সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। পরিবারটি এখন অসহায় এবং সংশ্লিষ্ট প্রশাসনসহ সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা বলেন, ঘটনার ব্যাপারে শুনেছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবগত করে প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি।
মোহাম্মদ শাহজাহান/এমজেইউ