ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করছেন জেলা প্রশাসক

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে এ সহায়তা পৌঁছে দেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।

খোরশেদ আলম খান বলেন,  ইয়াসের প্রভাবে হাতিয়ায় জোয়ারের পানিতে বন্যার সৃষ্ট হয়েছে। উপজেলার বয়ারচর, নলেরচর ও কেরিংচরে বন্যার পানিতে আটকে পড়া ১২০০ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছি। পর্যায়ক্রমে সব এলাকায় মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দুর্যোগ মুহূর্তে মেঘনা উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য ৩০০ টন চাল, ২ কোটি ৪৪ লাখ টাকা, শিশুখাদ্যের জন্য ৯ লাখ ও গোখাদ্যের জন্য ৯ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ১৪ লাখ টাকা ও ৩০০ টন চাল মজুত রাখা হয়েছে।

উল্লেখ্য, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা মেঘনা নদীবেষ্টিত। যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগ এই দ্বীপটির ওপর আঘাত হানে।

হাসিব আল আমিন/এমএসআর