বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘সংস্কারের নামে বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। আমরা অপেক্ষা করছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। নির্বাচনে দেরি হলে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করবে। বিশেষ বাহিনীর অনুরোধে নতুন দল গঠন করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদ দল অপেক্ষা করবে না। এ সরকার না পারলেও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ থেকে লুট হওয়া হাজার কোটি টাকা ফিরিয়ে আনবেন।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা কান্দিরপাড় দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বলেন, ‘সংস্কারের নামে দয়া করে আর দেরি করবেন না। কারণ তারেক রহমান বাংলাদেশের ৮৫ ভাগ মানুষের সমর্থন আদায় করেছেন। যত দেরি করবেন, ষড়যন্ত্র তত পাকাপোক্ত হবে। মইনের (সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ) মতো হবেন না। মইনও বলেছেন তিন মাস। কিন্তু নির্বাচন যথাসময়ে দেয়নি।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। জনসভা পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

আরিফ আজগর/আরকে