বেদেপল্লিতে হাসি ফুটিয়েছে মঙ্গল আলোয় ফাউন্ডেশন
বেদেপল্লিতে খাদ্যসহায়তা দিচ্ছে মঙ্গল আলোয় ফাউন্ডেশন
বরগুনায় খাদ্যসহায়তা দিয়ে অর্ধশত বেদের মুখে হাসি ফুটিয়েছে মঙ্গল আলোয় ফাউন্ডেশন নামের একটি সংগঠন। শুক্রবার (২৮ মে) দুপুরে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেদিপল্লিতে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের প্লাবিত এ বেদেপল্লিতে খাদ্যসহায়তা দেওয়া হয়।
২০টি পরিবারের মাঝে প্রদান করা এ সহায়তার মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল ও এক কেজি লবণ। সহায়তা পেয়ে আপ্লুত এ পল্লির বাসিন্দারাও।
বিজ্ঞাপন
বেদেপল্লির দলনেতা স্বধীন মন্ডল বলেন, করোনার কারণে পেশাগত কাজে আমরা বাড়িতে বাড়িতে যেতে পারছি না। এজন্য আমাদের আয় নেই বললেই চলে। এছাড়াও আমরা এ স্থানের স্থায়ী বাসিন্দাও নই। তাই সরকারি সহযোগিতাও পাচ্ছি না। এ কারণে একপ্রকার খেয়ে না খেয়েই দিন কাটছে আমাদের। এমন সময়ে এ সহায়তা আমাদের সবার মুখে হাসি ফুটিয়েছে।
মঙ্গল আলোয় ফাউন্ডেশনের চেয়ারম্যান নার্গিস সুলতানা বলেন, দেশজুড়ে হতদরিদ্রদের পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আমরা দুই বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বরগুনার অবহেলিত বেদে সম্প্রদায়ের মাঝে আমরা খাদ্যসহায়তা প্রদান করেছি।
বিজ্ঞাপন
সাইফুল ইসলাম মিরাজ/এমএসআর