ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ
নাটোরের সেই কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) রাতে নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন। এর আগে সন্ধ্যায় ‘নাটোরে ছাত্রলীগ নেতা পেলেন ছাত্রদলের সভাপতির পদ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরমে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করার কারণে কলম ডিগ্রি কলেজ (সিংড়া, নাটোর) শাখা ছাত্রদলের আংশিক কমিটি বিলুপ্ত করা হলো। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন ঢাকা পোস্টকে বলেন, ঢাকা পোস্টে ছাত্রলীগ নেতার ছাত্রদলের সভাপতি হওয়ার সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছি আমরা। প্রাথমিক সদস্য ফরমে তথ্য গোপন করে সে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করে। জেনেছি সে ছাত্রলীগ করে। সাথে সাথেই আমরা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, জেলায় অনেক কলেজ সেভাবে খোঁজখবর নেওয়া সম্ভব হয়নি। যে কমিটি নিয়ে প্রশ্ন উঠবে তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে সেই কমিটিই বিলুপ্ত করা হবে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। এই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে সভাপতি করা হয়। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মো. শাকিল হোসেন। তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন। শাকিল হোসেনের আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
গোলাম রাব্বানী/আরএআর