বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় ঘটনাস্থলে মারা যান ৩ জন এবং গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ময়েন সরদার (৬০)-কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর ২ জনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, বগুড়া সান্তাহার আদমদীঘির বাসিন্দা মুনসুররের ছেলে শহিদুল ইসলাম (৬০), দুপচাচিয়া বানিয়াদিঘীর সাইফুল ইসলামের ছেলে শাফিকুল ইসলাম (৪৫), এবং একই এলাকার অজিৎ এর ছেলে মোজাহার (৬৫), ডিপুইল কাহালুর বাসিন্দা কাঙ্গালী সরদারের ছেলে ময়েন সরদার (৬০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন, দুপচাঁচিয়ায় অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম  এবং বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই লালন সরকার।

প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। বাকি ৩ জন গুরুতর আহত হন।

পুলিশ আরো জানিয়েছে, ট্রাকটির কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি, তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাশেদ নীরব/এসএমডব্লিউ