নাটোরের বাগাতিপাড়ায় উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে বরের বাড়িতে হামলা ও বাসরঘর ভাঙচুরের ঘটনায় হামলাকারী প্রতিবেশী আওয়াল শাহকে পাঁচটি জুতার বাড়ি ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল (২২ ফেব্রুয়ারি) শনিবার রাত ১০টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে এক গ্রাম্য সালিসি বৈঠকে এ সাজা দেওয়া হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দয়ারামপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. জাহাঙ্গীর আলম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিয়েবাড়িতে তিন দিন ধরে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে বাসরঘর ভাঙচুর করার ঘটনায় গতকাল সন্ধ্যার পর গ্রামের যাত্রীছাউনির কাছে সামাজিক সালিস বসে। রাত ৮টা থেকে শুরু করে সাড়ে ১০টা পর্যন্ত চলে সালিস। সালিসে মিন্টু আলী শাহের ছেলে আরাফাত শাহ (২১) বিয়ে উপলক্ষ্যে বাড়িতে সাউন্ডবক্সে গান বাজানোর কথা স্বীকার করে অভিযোগ করেন, প্রতিবেশী আওয়াল শাহ ও তার ছেলেরা বাড়িতে এসে খুব বাজে বাজে কথাবার্তা বলেন। যার প্রতি উত্তরে বাগবিতণ্ডা শুরু হলে বাসরঘর থেকে বের করে মারধর করেন। তারা বাসরঘরের খাট ও সাজানো জিনিসপত্র তছনছ করে চলে যান। সালিসি বৈঠকে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানোর জন্য আরাফাত শাহ ও তার বাবাকে ভর্ৎসনা করা হয়। সবশেষে বাসরঘর ভাঙচুর ও মারধর করার ঘটনায় শাস্তির সিদ্ধান্ত হয়। পরে অভিযুক্ত আওয়াল শাহকে ৫টি জুতার বাড়ি ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়ারামপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, আমি সালিশি বৈঠকে ছিলাম না। তবে বিষয়টি আমি অবগত রয়েছি। সেখানে গ্রাম্য প্রধান আব্দুর রউফ চৌধুরী ও আলাউদ্দিন প্রধান উপস্থিত ছিলেন। বাসরঘর ভাঙচুর করায় আওয়াল শাহকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় ও ৫টি জুতার বাড়ি দেওয়া হয়। এর ভেতর ১০ হাজার টাকা ভুক্তভোগী পরিবারকে ও ২৫ হাজার টাকা স্থানীয় মাদরাসায় দেওয়ার সিদ্ধান্ত হয়। 

তিনি বলেন, বিকট শব্দে সাউন্ড বক্সে গান বাজানোর জন্য সালিসি বৈঠকে মিন্টু আলী শাহ ও তার ছেলে আরাফাত শাহকে ভর্ৎসনা করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাসরঘর ভাঙচুরের ঘটনায় একটি অভিযোগ থানায় এসেছিল। আজকে বিষয়টি তদন্ত করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারেন তারা নিজেরা আপস-মীমাংসা করে নিয়েছেন। 

গোলাম রাব্বানী/আরএআর