বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সারা দেশেই  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব খারাপ। এটা তো দৃশ্যমান যে পুলিশ তার কাজ সেভাবে করছে না যেভাবে আমরা আশা করেছিলাম। আমরা প্রথম থেকেই বলেছি সরকারের সঙ্গে জনসম্পৃক্ততার অনেক অভাব এবং এই ধরনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) এমন কাউকে দেওয়া উচিত ছিল যাতে জনসম্পৃক্ততা বেশি হয়, পুলিশের কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসতে পারে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা জেলা শহরের উকিলপাড়ায় শান্ত নীড়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি গতকাল উপদেষ্টার বক্তব্য শুনেছি। তবে এটা উড়িয়ে দেওয়া যায় না যে এখানে আওয়ামী লীগের বা বিগত যে সরকার তার যথেষ্ট পরিমাণ অবৈধ অর্থ আছে। আর বর্তমান সরকারও যে শতভাগ অ্যাফোর্ট দিচ্ছে বা সফলভাবে কাজ করছে আমি সেটাও বলছি না। আমি আশা করি সামনে এ পরিস্থিতি ভালো হয়ে যাবে।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার হোক, তবে নির্বাচনমুখী সংস্কার করে যাতে দ্রুত নির্বাচন হয়। সংস্কারের নামে এমন কিছু করা যাবে না যা ভবিষ্যতে জনগণের সরকারের করা উচিত বা তাদের হাতে ন্যস্ত হওয়া উচিত। সংস্কারের কথা বলে কালবিলম্ব করা যাবে না। নির্বাচনের ব্যাপারটা জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ৬ মাসে সরকার যেভাবে চলছে তাতে মানুষের আস্থা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমি মনে করি নির্বাচনমুখী সংস্কারটা এখন বেশি গুরুত্বপূর্ণ।

বিজেপি প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো ভালো দল গোছাচ্ছি। রমজানের পর আমাদের ব্যাপক প্রোগ্রাম হবে। শুধু ঢাকা না সারা বাংলাদেশ থেকে যারা পজিটিভ রাজনীতি করতে চান এ ধরনের অনেক মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে।

ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে বিজেপি চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে। জনগণ যদি গ্রহণ করে তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে।

এর আগে এদিন দুপুরে তিন দিনের সফরে লঞ্চযোগে ভোলায় এসে ইলিশা লঞ্চঘাটে নামেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মো. খাইরুল ইসলাম/এমজেইউ