ময়মনসিংহের গৌরীপুরে ভেজাল জুস কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানার মালিক মো. দুলাল উদ্দিনকে (৫০) তিন মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার কলতাপাড়া রূপনাকান্দা এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।   

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত মো. দুলাল উদ্দিন গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার বাসিন্দা মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এই ভেজাল জুস কারখানা পরিচালনা করে আসছিলেন। এই ধরনের গোপন সংবাদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন। একইসঙ্গে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি।   

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, এনএসআই, বাংলাদেশ পুলিশ, বিএসটিআইয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে