কি‌শোরগ‌ঞ্জের করিমগঞ্জে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) বিকেলে উপজেলার গুজা‌দিয়া ইউনিয়নের টাম‌নি আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে-  টাম‌নি আকন্দপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে লা‌মিম (৭) ও একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ক‌বির উদ্দিনের ছেলে আফাজ (৮ )।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার গুজা‌দিয়া ইউনিয়নের টাম‌নি আকন্দপাড়া গ্রামে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল লা‌মিম ও আফাজ। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গজারিয়া খালের পানিতে পড়ে যায় ওই দুই শিশু। খেলা শেষে সব শিশু ঘরে ফিরলেও লা‌মিম ও আফাজ ফেরেনি। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে তা‌দের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজন‌কেই মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌মিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসকে রাসেল/আরএআর