আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে সামনে রেখে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি কি‌শোরগঞ্জ-১ (সদর-‌হো‌সেনপুর) আসন থেকে গণঅধিকার পরিষদের ম‌নোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে জনমত গঠন কর‌তে দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দলের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন আবু হানিফ। একইসঙ্গে নিজের প্রার্থিতার বিষ‌য়ে গণসংযোগ করেন। এসময় হোসেনপুর উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণে শেষে আবু হানিফ বলেন, তরুণদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার মুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের লড়াই চলবে। জুলাই গণঅভ্যুত্থানে এক ফ্যাসিবাদ পালিয়েছে বাংলাদেশে নব্য কো‌নো ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না গণঅধিকার পরিষদ। একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি, দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাইছে। বিভিন্ন জায়গায় ইতোমধ্যে তারা চাঁদাবাজি, দখলদারি চালাচ্ছে। বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান কাঙ্ক্ষিত সংস্কার শেষে যেন নির্বাচন দেওয়া হয়।

বুধবারও (২ এপ্রিল) গণঅধিকার পরিষদের এ নেতা কিশোরগঞ্জ সদর উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএসএইচ