ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১৩ পর্যবেক্ষককে অব্যাহতি
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠিতে অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে একজন কেন্দ্রসচিবসহ ১৩ জন শিক্ষক-পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলার ৫টি কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর মধ্যে নলছিটি উপজেলার ভরতকাঠী জি.আর. মাধ্যমিক বিদ্যালয়ে চারজন পরীক্ষার্থী ও আটজন শিক্ষক, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুইজন পরীক্ষার্থী, কাঠালিয়া উপজেলায় কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসায় একজন পরীক্ষার্থী ও দুইজন শিক্ষক, আমুয়া চাঁদমিয়া ফাজিল মাদ্রাসায় তিনজন পরীক্ষার্থী ও তিনজন শিক্ষক এবং রাজাপুর উপজেলার রাজাপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুইজন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে জেলার ৩১টি কেন্দ্রে মোট ১১ হাজার ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও দ্বিতীয় দিনে ১৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বলেন, পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে গাফিলতির কারণে একজন কেন্দ্রসচিবসহ ১৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
মো. শাহীন আলম/এএমকে