মাদারীপুরে জমিতে কাজ করার সময় কোদালের কোপে বোমা বিস্ফোরিত হয়ে মো. মোশারফ কাজী (৬৫) নামে এক কৃষক ক্ষতবিক্ষত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষক মোশারফ একই গ্রামের কাশেম কাজীর ছেলে।

‎পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের কৃষি জমিতে কোদাল নিয়ে কাজ করতে যান কৃষক মোশারফ। এ সময় ওই জমিতে দুর্বৃত্তদের পুঁতে রাখা একটি বোমা কোদালের কোপ লেগে হঠাৎ বিস্ফোরিত হয়। বোমার আঘাতে ওই কৃষকের মুখমণ্ডল ও সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানার পুলিশ।

‎আহতের ছেলে মো. সোহেল বলেন, জমির ঘাসের মধ্যে কে বা কারা যেন বোমা লুকিয়ে রেখেছিল। আমার বাবা জমিতে কাজ করতে গিয়েছিলেন। এ সময় কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে ওই বোমা ফেটে যায়। এতে বাবা গুরুতর আহত হন। বিষয়টি থানায় জানিয়েছি।

‎কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‎

‎আকাশ আহম্মেদ সোহেল/এএমকে