জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযুদ্ধকালীন অব্যবহৃত দুটি মর্টারসেল উদ্ধার ও নিস্ক্রীয় করেছে পুলিশ। বকশীগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল মর্টারসেলটি নিস্ক্রীয় করে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জ থানা চত্বরে মর্টারসেল দুটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রীয় করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানান, গত বছরের ৪ মার্চ উপজেলার সূর্যনগর গ্রামে মাটির নিচ থেকে ওই মর্টারসেল দুটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর মর্টারসেল দুটি দীর্ঘ ১০ মাস বকশীগঞ্জ থানায় বালুর বস্তা দিয়ে ঘিরে সংরক্ষণ করে রাখা হয়।

বিশেষজ্ঞ দলের ধারণা, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বকশীগঞ্জের কামালপুরে ওই মর্টারসেল দুটি ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে দুটি মর্টারসেল অবিস্ফোরিত ছিল, যা আজ ধ্বংস করা হয়েছে।

এনএ