বহিষ্কৃত মোশাররফ হোসেন

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুলকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। 

তিনি বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পদের দায়িত্বপালন করছিলেন। মঙ্গলবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃত মোশাররফ হোসেন বাবুল ১৭ মাস আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বীরগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে নির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগ বীরগঞ্জ পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলামকে সমর্থন দেয়। 

কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মোশাররফ হোসেন বাবুল বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। সভায় মোশাররফ হোসেন বাবুলকে গঠনতন্ত্র অনুযায়ী বীরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের সভাপতিসহ দলীয় সব পদ হতে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এএম