রাজবাড়ীতে ছাত্রদল কর্মী পারভেজের হত্যাকারীদের শাস্তি দাবি
ছাত্রদল কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে রাজবাড়ী সরকারি কলেজে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে কালো ব্যাজ ধারণ করে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সেলিম, দপ্তর সম্পাদক তারেক রহমানসহ প্রমুখ বক্তব্য দেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারভেজকে যেভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যা করেছে। এই এনসিপি নেতারা বৈষম্যবিরোধী ট্যাগ লাগিয়ে সারা বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা এখন নির্বাচন চায় না। কারণ নির্বাচন হলে তাদের বাংলাদেশে আর কোনো পরিচয়-ঠিকানা থাকবে না।
বক্তারা বলেন, জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করেছেন। ভবিষ্যতে এই ধরনের হত্যার রাজনীতি যদি আপনারা করতে থাকেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বসে থাকবে না। ছাত্রদল অনেক ধৈর্য ধরে সহনশীলতার পরিচয় দিয়েছে। এরপর এমন ঘটনা ঘটলে আমরা দাঁত ভাঙা জবাব দেব।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর