মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামারগাঁও এলাকার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে শ্রীনগর থানা পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেপ্তার মনোয়ার হোসেন শাহাদত কামারগাঁও এলাকার মৃত কাজী ফজলুল হকের ছেলে। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহম্মেদ বলেন, ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ সদর থানায় নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ঢাকা পোস্টকে রাত পৌনে ১১টার দিকে বলেন, ইউপি চেয়ারম্যানকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়েছে। তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের করা মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
ব. ম শামীম/এমএন