ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের ধনাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) এবং মো. মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (১৮)। জানা যায়, উজ্জ্বল নানার বাড়িতে থেকে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে উজ্জ্বল ও পারভেজ মোটরসাইকেলে ধনাশী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় পারভেজকে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছেন। দুর্ঘটনার তদন্ত চলছে।

মাজহারুল করিম অভি/এএমকে