ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটারে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে। নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন থাকা ভোলার দুই লক্ষাধিক জেলে এরইমধ্যে জাল-ট্রলারসহ মাছ ধরার সব সরঞ্জাম প্রস্তুত করেছেন।

জেলা মৎস্য বিভাগের তথ্য মতে, নিষেধাজ্ঞার দুই মাসে ভোলার ৭ উপজেলায় ৫৪০টি অভিযানসহ ৬০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৬টি মামলা হয়েছে এবং দুই জেলেকে জেলে পাঠানো হয়েছে।

সরেজমিনে ভোলা সদর উপজেলার ইলিশা চডার মাথা, ভোলারখাল, দৌলতখান উপজেলার পাতারখাল, চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাট ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞা শেষ হওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন জেলেরা। এরইমধ্যে তারা জাল-ট্রলার মেরামত করেছেন। ট্রলারগুলো নদী তীরে নামানোসহ ট্রলারে জাল ভরছেন কেউ কেউ। আবার কোনো কোনো ট্রলার মালিক মাঝিমাল্লা প্রস্তুত করছেন। ফলে উৎসবের আমেজ বইছে জেলে জেলে পরিবারগুলোতে।

কথা হয় ভোলা সদর উপজেলার ইলিশা চডার মাথা ও তুলাতুলি এলাকার মো. আব্দুল্লাহ মাঝি, সিরাজ মাঝি, নাগর মাঝি, জেলে আবু তাহেরের সঙ্গে। তারা ঢাকা পোস্টকে বলেন, আজ মধ্যরাতে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হবে। সরকার দুই মাসের অভিযান দিয়েছিল, সরকারের অভিযান মেনে আমরা নদীতে মাছ ধরতে যাইনি, অভিযান শেষে আজ মধ্যরাত থেকে নদীতে যাব। বিগত দিনে পরিবার নিয়ে অনেক কষ্টে ছিলাম। সরকারি খাদ্য সহায়তা ছিল চাহিদার বিপরীতে কম, শুধু চাল দেওয়া হয়েছে। আমরা নদীর ওপর নির্ভরশীল, নদীতে মাছ ধরতে পারলে আমরা খেয়ে পড়ে ভালো থাকি। অভিযানের কারণে গত ঈদুল ফিতরের আনন্দ আমাদের কাছে পৌঁছেনি। অভিযান শেষ হলেই আমাদের আনন্দ শুরু হবে।

তারা আরও বলেন, অভিযানের কারণে জাল-ট্রলার,ট্রলারের ইঞ্জিন নিরাপদ স্থানে উঠিয়ে রেখেছি, এখন আবারও ট্রলারে তুলেছি, আজ মধ্যরাতেই নদীতে নামব। আশা করি ইলিশসহ সব ধরনের মাছ বেশি পরিমাণে পাব। সেসব মাছ বিক্রি করে আড়তের দেনা ও ঋণ পরিশোধ করতে পারব। যদি বেশি মাছ না পাই তাহলে দেনা থেকেই যাবে। 

তুলাতুলি মাছ ঘাট ও ভোলার খালের আড়তদারা বলেন, অভিযানের কারণে আমরা আড়ৎ বন্ধ রেখেছি, আজ আড়ৎ খুলে ধুয়েমুছে পরিষ্কার করছি। অভিযান শেষে জেলেরা নদীতে যাবে এবং আড়তে মাছ নিয়ে আসবে। মোকাম থেকে দাদন এনে জেলেদের দিয়েছি, আমরা আবার মোকামে মাছ পাঠিয়ে মোকামের বিগত দিনেত দেনা শোধ করব। 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, আজ ৩০ এপ্রিল দিনগত রাত ১২টায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হবে। আমরা সফলভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছি। মা ইলিশ প্রচুর পরিমাণে ডিম ছেড়েছে, জাটকাগুলো বড় হওয়ার সুযোগ দিয়েছি। আশা করছি এসব জাটকা ইলিশ হয়ে ফিরে আসবে এবং জেলেদের জালে ব্যাপক ইলিশ ধরা পরবে। একইসঙ্গে জেলেদের জন্য বরাদ্দ করো সরকারি খাদ্য সহায়তা আমরা তাদের দিয়েছি। 

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ভোলায় ১ লাখ ৮৫ হাজার টন ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। 

মো.খাইরুল ইসলাম/জেডএস