মে দিবসের র্যালি শেষে ফেরার পথে বাসচাপায় শ্রমিক দল নেতা নিহত
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসচাপায় মো. মানিক গাজী (৫৫) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে উজিরপুর উপজেলার সোঁনার বাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রায় আধঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহত মানিক গাজী উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি এবং ওটরা গ্রামের আব্দুল হক গাজীর ছেলে।
বিজ্ঞাপন
নেতাকর্মীরা জানান, সকালে মে দিবস উপলক্ষ্যে ইচলাদী বাসস্ট্যান্ডে আয়োজিত র্যালিতে অংশ নেন মানিক গাজী । এরপর উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে গিয়ে বরিশাল জেলা শ্রমিক দল আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণ শেষে নেতাকর্মীদের নিয়ে উজিরপুরের সোনার বাংলা বাজারে উপস্থিত হন।
স্থানীয়রা জানান, সোনার বাংলা বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় মানিক গাজীকে ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে শ্রমিক দলের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এদিকে বাসটি মানিক গাজীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা ধাওয়া করে বাবুগঞ্জের নতুন হাট এলাকা থেকে আটক করেন। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর