প্রতীকী ছবি

জামালপুরে বজ্রপাতে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ জুন) বিকেল ও সন্ধ্যায় পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে বকশীগঞ্জ উপজেলায় এক নারীসহ তিনজন, দেওয়ানগঞ্জে একজন এবং সরিষাবাড়ীতে একজন মারা গেছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জের উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫) বিকেলে বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

অপরদিকে ধানক্ষেত থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান পূর্বকলকীহারা গ্রামের শাহজল হকের ছেলে হরবাদশা (৪৫)। আর বৃষ্টির সময় একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) বাড়ির পাশে শুকাতে দেওয়া খড় আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া উপজেলার মাদারেরচর গ্রামের বুদু মিয়ার দুটি গরু বজ্রপাতে মারা যায়। 

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার সময় চিকাজানী দিঘীরপাড় এলাকায় বজ্রপাতে মারা যায় বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীর।

এছাড়া সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের মোজাম্মেলের স্ত্রী আঙ্গুরী বেগম (৪৫) সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরএআর/জেএস